শিরোনাম
ফরিদপুর, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় একটি নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছে।
গতকাল সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার পুলিশ-এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের আওতায় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে। কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে নকল শিশু খাদ্য উৎপাদন করছিলেন। কোন প্রকার সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে এই কারখানায় স্যাকারিন, ঘন চিনি, সেন্ট আর পানি দিয়ে ড্রিংকো জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করা হতো।
বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যৌথবাহিনী কারখানাটিতে অভিযান চালায়। জাহিদুল ইসলাম তার ছেলে আশিক ও চারজন নারী শ্রমিককে নিয়ে এসব পণ্য সামগ্রী উৎপাদন করছিলেন। এসব নকল পণ্য উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল এ প্রসঙ্গে বলেন, ‘মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এ সব নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উৎপাদিত নকল পণ্য ধ্বংস করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।’