শিরোনাম
টাঙ্গাইল, ৬ মে, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে তিন মাদক কারবারিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার ফলদার মাইজবাড়ী এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলা পৌর শহরের বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) ও একই এলাকার খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, যৌথ বাহিনীর অভিযান ওই তিন মাদক কারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।