বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫

সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিলেট, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত ব্যক্তি-সুনামগঞ্জ জেলার ছাতক থানার নিজগাঁও গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. সমুজ আলী (২৮)। 

সিলেটে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ থানার এক নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডস্থ পারুয়া নোয়াগাঁও ইসলামি দাখিল মাদ্রাসার সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।  

গ্রেফতার ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।