বাসস
  ০৬ মে ২০২৫, ১৮:৩১

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ মে ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়লার স্তূপ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসব অস্ত্র ও গুলি গত বছরের ৫ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হয়েছিল বলে পুলিশ জানায়। 

আজ মঙ্গলবার  দুপুরে অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার।

তিনি জানান, সোমবার রাত ৯টার কিছু পরে বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে একটি বাড়ির সামনে পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ২টি ব্রাজিলের তৈরি তরাস ৯ এমএম পিস্তল, ১ টি ইংল্যান্ডের ওয়েবলীর তৈরি রিভলভার ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, উদ্ধারকৃত ২টি পিস্তল ও গুলি গত বছরের ৫ আগস্ট নগরীর কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া, রিভলবারটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যেকোনো থানার মালখানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।