বাসস
  ০৪ মে ২০২৫, ১৫:৩২

সুনামগঞ্জে তিন মাদক কারবারি আটক 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ মে, ২০২৫ (বাসস): জেলার জামালগঞ্জ উপজেলায় আজ ২৬৪ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ উপজেলা রক্তিনদী সাচনা বাজার এলাকায় অভিযানকালে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর এলাকায় রক্তিনদীতে অভিযান চালিয়ে এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় ২৬৪ বোতল মদসহ মো. সাকিবুর, মো. জুনেল মিয়া ও মো. সাজমুলকে আটক করা হয়। 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।