বাসস
  ১০ জানুয়ারি ২০২৩, ১৪:৩০
আপডেট  : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

নওগাঁয় ৫০ হাজার ৫শত কম্বল বরাদ্দ

নওগাঁ, ১০ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ৫০ হাজার ৫শ কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।
ইতিমধ্যে কম্বলগুলো জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলছে।
জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার সাবরিনা আক্তার জানিয়েছেন ,বর্তমানে প্রবহমান চরম শৈত্য প্রবাহের কারণে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী সীমাহীন কষ্ট ভোগ করছে। এসব কম্বল পাওয়ার ফলে তাদের শীত নিবারনে সহায়ক ভুমিকা রাখছে।
সূত্রমতে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় বিতরণকৃত কম্বলের সংখ্যা হচ্ছে আত্রাই উপজেলায় ৩৯২০টি, বদলগাছি উপজেলায় ৩৯২০টি, ধামইরহাট উপজেলায় ৩৯২০টি, মান্দা উপজেলায় ৬৮৬০টি, মহাদেবপুর উপজেলায় ৪৯০০টি, নওগাঁ সদর উপজেলায় ৫৮৮০টি, নিয়ামতপুর উপজেলায় ৩৯২০টি, পতœীতলা উপজেলায় ৫৩৯০টি, পোরশা উপজেলায় ২৯৪০টি,
রানীনগর উপজেলায় ৩৯২০টি, সাপাহার উপজেলায় ২৯৪০টি, নওগাঁ পৌরসভায় ৪৯০টি, ধামইরহাট পৌরসভায় ৪৯০টি এবং নজিপুর পৌরসভায় ৪৯০ টি। এ ছাড়াও জেলা প্রশাসক ব্যাক্তিগত ভাবে বিতরণ করেন ৫২০টি।
 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়