শিরোনাম

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএএফ শাহীন কলেজ ঢাকা’র বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার এ অনুষ্ঠানটি হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের ১ম থেকে দ্বাদশ শ্রেণির ঈশা খাঁ, নজরুল, তিতুমীর ও শের-ই-বাংলা হাউসের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি লেখাপড়ায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে শাহীনদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিমান বাহিনী ঘাঁটি বাশার, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার ও বিমান সদর ইউনিটের এয়ার অধিনায়কবৃন্দ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজ অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।