বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২৪

রাঙামাটিতে পোস্টাল ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত

ছবি : বাসস

রাঙামাটি, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্যালট বাক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমানসহ প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিসার জানান, রাঙামাটি জেলায় ৫ হাজার ৩৬০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।