বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০১

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু 

ফাইল ছবি

লালমনিরহাট, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মো. মুন্না মিয়া (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার পুত্র।

আজ ভোরে ফজরের নামাজ আদায় শেষে মুন্না পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদের পাশের রেললাইনের ধারে অবস্থান করছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে রেলওয়ে পুলিশকে সহায়তা করা হচ্ছে।