বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮

নাসীরউদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় এবি পার্টির নিন্দা 

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুল্লাহ কলেজের সামনে নাসীরউদ্দীন পাটওয়ারীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণাকালে একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায় এবং তার ওপর একাধিক পচা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এবি পার্টির পক্ষ থেকে এ ঘটনাকে গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবি পার্টি দৃঢ়ভাবে ঘোষণা করে, সব বাধা ও সন্ত্রাস উপেক্ষা করে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।