শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পণ্য সামগ্রীর প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ছয়হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার সদর উপজেলার হাতিমারা এলাকায় বাজার মনিটরিংকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আজ রোববার সদর উপজেলার হাতিমারা বাজার এলাকায় বাজার মনিটরিংকালে পণ্য সামগ্রীর প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে মায়ের দোয়া স্টোরের মালিক মোহাম্মদ সিদ্দিককে তিনহাজার টাকা এবং তানিয়া কসমেটিকসের মালিক মো. আনোয়ার হোসেনকে তিনহাজার টাকা সহ মোট ছয়হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।