বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫

বাগেরহাটে বিএনপি’র নির্বাচনী জনসভা 

বাগেরহাটে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বাগেরহাট, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার রামপাল উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪ টায় রামপাল উপজেলার গিলেতলা স্কুল মাঠ প্রাঙ্গণে ১০ নং বাঁশতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মংলা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল ও মো. আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি মাঠে রয়েছে। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।