বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

বিএমইউতে সরস্বতী পূজা উদযাপিত

ছবি : বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সরস্বতী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনায় যথাযোগ্য মর্যাদায় আজ শুক্রবার শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বেসিক সাইন্স ভবন সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আরো উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. মো. শেখ ফরহাদ, সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ডা. রুমন বনিক, অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল, অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, ডা. গোপেস রঞ্জন রায়, কর্মকর্তা সঞ্জীব কুমার রায় ও চন্দন চন্দ্র মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স-ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ভবনের সম্মুখে আয়োজিত এই পূজা উৎসবে রয়েছে পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। দেবী সরস্বতী জ্ঞানের দেবী। জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সেই জ্ঞানকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিকভাবেই সেই জ্ঞানকে প্রয়োগ করতে হবে। সঠিক জ্ঞানের প্রকাশ, বিকাশ ও প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার সঙ্গে  ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ, সুন্দর সমৃদ্ধশালী আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টা এগিয়ে যাবে, চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি।’