বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা  গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।

আজ শুক্রবার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন।

এ সময় বিএনপি’র ঘোড়াপাখিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী গোলাপ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেমাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল হক, ইসমাইল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা ও দলীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

এ ছাড়া গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।