শিরোনাম

বগুড়া, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট্রাল মসজিদ কমিটির আয়োজনে আজ শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, মসজিদ কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, আলহাজ্ব মুনসুর আলম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মকসুদ আহমেদ চৌধুরী, সদস্য এম আর ইসলাম স্বাধীন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন।
দোয়া মাহফিল শেষে প্রায় ১০হাজার মুসল্লীর জন্য দুপুরে সাদা ভাত ও আলু ঘাটির ব্যবস্থা করেন মসজিদ কমিটি।