শিরোনাম

রাজশাহী, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন গণসংযোগ করছেন।
আজ শুক্রবার সকাল থেকে কাটাখালি পৌর এলাকায় তিনি গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ রাখতে ১২ তারিখে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দিতে হবে।
আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এরপর নির্বাচনী এক সভায় তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে জনগণ নিরাপদে থাকে। দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সঙ্গে পবা মোহনপুরে উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হব। শুধু তাই নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১দফা দেওয়া আছে। সেগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে।
এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাখালি পৌর বিএনপি'র আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন ও জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।