বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৯
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:০২

রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

রাজশাহী, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। 

আজ শুক্রবার বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত এ ফল প্রকাশিত হয়। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট  https://application.ru.ac.bd/   এ লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২.৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২.৫০।

এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।

পাসের শতকরা হার ১১.৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।

এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।

পাসের শতকরা হার ৬৬.৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০।

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণী সম্পর্কেনির্দেশনাসংশ্লিষ্টওয়েবসাইট (https://admission.ru.ac.bd/)

ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।