শিরোনাম

বাগেরহাট, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ সমাপ্ত হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ এবং গণমাধ্যম—সবাই নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশীজন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসব অংশীজনের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের কণ্ঠস্বর। নির্বাচনকালীন সময়ে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রাখা সাংবাদিকদের সবচেয়ে বড় দায়িত্ব। ভুল বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
দুদিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে ‘গণভোট’দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভায় ভোটাধিকার ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণে নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, নির্বাচনকালীন সংবাদ কভারেজ, গণমাধ্যম কর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে তিনি সনদ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পি আই বির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো.বাহারাম খান, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবির,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম লিটন, বাসস জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.ইয়ামিন আলী।
এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।