বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:০৯

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মন্দির, বাসাবাড়ি, পাড়া ও মহল্লায় জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়। ছবি : বাসস

বান্দরবান,২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায়  সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা নানা আয়োজনে উদযাপিত হচ্ছে।

আজ শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মন্দির, বাসাবাড়ি, পাড়া ও মহল্লায় জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়।

এদিকে সকালে শহরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উজানীপাড়ার পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই  পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলধ্বনিতে মুখর হয়ে উঠে পূজা মণ্ডপগুলো। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে।

সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন মণ্ডপের সরস্বতী প্রতিমা জেলার সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।