শিরোনাম

নাটোর, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটরের লালপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলে তিন দিনের এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে লালপুর উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের ৮৮জন প্রিজাইডিং অফিসার, ৪৬৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৩৯ জন পোলিং অফিসার পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোটগ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষিত কর্মকর্তাবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন।