শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সফট ডিপ্লোমেসি উদ্যোগের অংশ হিসেবে ষষ্ঠবারের মতো দুই দিনব্যাপী ‘অ্যাম্বাসি ফুটবল ফেস্ট’ আয়োজন করতে যাচ্ছে মন্ত্রণালয়। এতে ৩৫টি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। আগামীকাল থেকে এই আয়োজন শুরু হচ্ছে।
আয়োজকদের মতে, অ্যাম্বাসি ফুটবল ফেস্টের ষষ্ঠ আসরটি ঢাকাভিত্তিক দূতাবাস, হাইকমিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মিলনমেলায় পরিণত হবে এবং এটি কূটনৈতিক সম্প্রদায়ের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট।
দুই দিনব্যাপী সেভেন-এ-সাইড এ টুর্নামেন্ট আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো অংশ গ্রহণ করবে।
শুক্রবার সকাল ৯টায় উত্তরা এপিবিএন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একই স্থানে শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইন্সপেক্টর জেনারেল অব মিশনস) ড. মো. নজরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করবেন। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উদ্বোধনী ও সমাপনী-উভয় অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, অ্যাম্বাসি ফুটবল ফেস্ট প্রমাণ করছে, ক্রীড়া কীভাবে সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে এবং ঐক্যকে সুদৃঢ় করতে পারে।
আয়োজক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘টিম বাংলাদেশ’ নামে টুর্নামেন্টে অংশ নেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন লজিস্টিকস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে।
২০২৪ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল সৌদি আরব দূতাবাস।
টুর্নামেন্টে মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে-এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বের ২৭টি ম্যাচ, রাউন্ড অব সিক্সটিনের আটটি ম্যাচ, চারটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল, একটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিটের। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খেলা চলবে।
ফাইনাল ম্যাচ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো— শান্তি প্রতিষ্ঠা, দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা।