শিরোনাম

চট্টগ্রাম, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রচারণায় অংশ নিয়েছেন সাধারণ নারী-পুরুষ ও তরুণরা।
নিজ নিজ প্রার্থীদের পক্ষে লিফলেট বিতরণ ও মিছিলে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম নগরী। চট্টগ্রামের ১৬ আসনে প্রচারণার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের মাঠের লড়াই শুরু হয়ে গেছে।
জেলা শহর ও বিভিন্ন উপজেলার এসব আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জাতীয় পার্টিসহ ২৫টি রাজনৈতিক দলের ও স্বতন্ত্র মিলে ১১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থী এবং কর্মী-সমর্থকদের মাঝে নির্বাচনী উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কদমতলী এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এসময় পথ সভায় বক্তব্যে তিনি বলেন, জনগণ ঠিক করবে দেশ কোন দিকে যাবে। তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে, তাদের প্রত্যাশা পূরণ করবে, তাদেরকে জনগণ নির্বাচিত করবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে। তাই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় তার পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মাতা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত করে কদমতলী থেকে গণসংযোগ শুরু করে মাদারবাড়ি ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেইন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরানো কাস্টমস, মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ জনগণ গণসংযোগে অংশ নেন। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মহানগর বিএনপি সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন প্রমুখ।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার বাদ আসর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। শুলকবহর আরকান সোসাইটি থেকে এই প্রচারণা উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর ১০দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম গণসংযোগের প্রথম দিন ব্যাপক উৎসাহ ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে সম্পন্ন করেছেন। সকালে নগরীর মুন্সিপাড়া থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর ছত্তার হাজি বাড়ি, ধোপাপাড়া হয়ে চান্দাপাড়া, উত্তর জেলেপাড়া ও দক্ষিণ জেলে পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ফৌজদারহাট স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন করা হয়। নগরীর নাসিমন ভবনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন নির্বাচনী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করেন আনুষ্ঠানিকভাবে। এরপর নগরীর চেরাগী পাহাড় মোড় পর্যন্ত গণসংযোগ করেন আবু সুফিয়ান।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান তার পিতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের কবর জিয়ারত করে সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ সকালে প্রচারণা শুরু করেছেন। একই আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপি প্রার্থী জোবাইরুল আরিফ সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।