শিরোনাম

খুলনা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণা আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৮ জন প্রার্থী গ্রাম, বাজার, ফেরি টার্মিনাল এবং পাড়া-মহল্লায় ভোটারদের কাছ থেকে সমর্থন চেয়ে বাড়ি বাড়ি প্রচারণা শুরু করেছেন।
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বিএনপির মনোনীত প্রার্থী আমির এজাজ খান চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শ্যামল রায় বলেছেন, তিনি আমির এজাজ খানকে ভোট দেবেন। ভান্ডারকোট গ্রামের নন্দা রানী গত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারায় প্রথমবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের কর্মীদের তাদের দলীয় প্রার্থীর পক্ষে এবং গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে ভোট দেয়ার জন্য প্রচারণা চালাতে দেখা গেছে।
খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু শহরের ফেরিঘাট মোড়ে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন। ভোট চেয়ে তিনি খুলনার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সমর্থকদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। আসন্ন নির্বাচন জনগণকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম তুহিন এবং অন্যান্য দলীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন থেকে তার প্রচারণা শুরু করেন।
পথিপার্শ্বস্থ সভা ও উঠান সমাবেশে ভাষণ দিয়ে তিনি দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, ন্যায়সঙ্গত রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসা-বান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
খুলনা-৪ আসনের (রূপসা-তেরোখাদা-দিঘালিয়া) বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সেনের বাজার থেকে তার প্রচারণা শুরু করেছেন।
পরে তিনি তেরোখাদা উপজেলার বারাসত ইউনিয়নের ভুজোনিয়া গ্রামে যান, যেখানে তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।
খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা-খান জাহান আলী অংশ) বিএনপির প্রার্থী এবং কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল দুপুরে খালিশপুর নিউজপ্রিন্ট গেটের সামনে থেকে তার প্রচারণা শুরু করেন।
তিনি মিল-কারখানা পুনরায় চালু করার এবং খুলনার অতীত শিল্প গৌরব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন।
এছাড়াও, নির্বাচনী প্রতিযোগিতা গতিশীল হওয়ার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদেরও বিভিন্ন এলাকায় প্রচারণা চালাতে দেখা গেছে, উন্নয়নের প্রতিশ্রুতি দিতে দেখা গেছে।