বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ২১:৩৪

রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দৃঢ় সম্পর্কের প্রশংসা করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে লিসতিওয়াতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

আজ বিকেলে বঙ্গভবনের একজন কর্মকর্তা বাসস’কে এ তথ্য জানান।

পরিচয়পত্র পেশ করার পর লিসতিওয়াতি রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে এ অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি দুই দেশের বেসরকারি খাতে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, যাতে বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগানো যায়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কৃষি-প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটনসহ বিভিন্ন খাতে ইন্দোনেশিয়ার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

বঙ্গভবনের মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশে তার দায়িত্ব পালনে এবং দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে তিনি পূর্ণ সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।