শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কলেজগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অঞ্চলের কলেজগুলোতে মাস্টার্স, প্রিলিমিনারি ও স্নাতক (পাস) কোর্সের অধিভুক্তি বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষাকে কর্মমুখী করার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি সরকারি কলেজে আয়োজিত তিন পার্বত্য জেলার সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও তাদের ৪০ শতাংশই চাকরির বাজারে হতাশ হচ্ছে। এর মূল কারণ পুরনো ও গতানুগতিক সিলেবাস। স্বাধীনতার পর পাঁচ দশকেও শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের কোনো যোগসূত্র তৈরি করা সম্ভব হয়নি। এই দূরত্ব ঘোচাতে উচ্চশিক্ষাকে অধিকতর কর্মমুখী ও যুগোপযোগী করার কার্যক্রম শুরু হয়েছে।’
শিক্ষার আধুনিকায়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে ড. আমানুল্লাহ জানান, ইতিমধ্যে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মান পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং শিল্পখাতের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ চলছে। ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই উদ্যোগে সহযোগিতা করছে।
দেশের জনসংখ্যাকে দক্ষ জনবলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বাধীনতার পর অবকাঠামো উন্নয়নে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষার গুণগত মানোন্নয়নে সেভাবে বিনিয়োগ হয়নি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সারাদেশে সরকারি কলেজের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি ‘আলাদা সেল’ গঠনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।
রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিন পার্বত্য জেলার কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যা, সীমাবদ্ধতা ও উন্নয়নের বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন। উপাচার্য সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।