বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:০৬

দেশ পুনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে : তারেক রহমান

বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বাসস

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬  (বাসস) : দেশ পুনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, আগামী মাসের ১২ তারিখে নির্বাচন। এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? ‘ধানের শীষে’ আমাদেরকে সিল মারতে হবে। দেশ পুনর্গঠনে সকলকে মিলেমিশে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে এই নিশ্চয়তা।

তিনি  আরো বলেন, এখানে বহু মুরুব্বি মানুষ উপস্থিত আছেন। মুরুব্বিরা সাক্ষী আছেন, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদের ইলেকশন হোক— আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাকভাবে ইলেকশন হয়েছে।

বিএনপি চেয়ারম্যান আরো বলেন,  যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি।

এ সময় তারেক রহমান দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে মৌলভীবাজারের আসনসমূহে দলটির প্রার্থীরাও বক্তব্য রাখেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তারেক রহমান। বিকেল ৩টা ৫ মিনিটে তিনি মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে।

সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুর গড়ানোর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহের সঞ্চার করেছে। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

মৌলভীবাজারের পরে তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়, রূপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা।