শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পার্বত্য চট্টগ্রামের কলেজগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সবগুলো কলেজের অধ্যক্ষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়নে অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষগণ তাদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি নানা ধরনের পরামর্শ ও সমস্যার কথা তুলে ধরেন।
সভায় প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সবার বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, দেশের জনসংখ্যা অনেক হলেও দক্ষ জনবলের সংকট প্রকট। এর বড় কারণ— শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না করা। স্বাধীনতার পর অবকাঠামো উন্নয়নে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষার উন্নয়নে সেভাবে পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়নি।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ, বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কলেজসমূহের বিদ্যমান সমস্যা খুঁজে বের করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সারাদেশের সরকারি কলেজের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার জন্য আলাদা সেল গঠনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন কলেজে মাস্টার্স, প্রিলিমিনারি ও স্নাতক পাস বা ডিগ্রি কোর্সের অধিভুক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।