বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

বরিশালে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু

ছবি : বাসস

বরিশাল, ২২ জানুয়ারি ২০২৬ (বাসস): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনে ভোটের মাঠে লড়তে বরিশালের সংসদীয় ৬ টি আসনের প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন এরইমধ্যে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রচার প্রচারণা শুরু করেন বিএনপির মনোনীত বরিশাল সদর ৫ আসনের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাত শেষে ধানের শীষে ভোট চেয়ে প্রচার প্রচারণা শুরু করেন। এসময় বরিশালের উন্নয়নে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান তিনি। পরে নগরীর সদর রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন সরোয়ার।

দুপুর সাড়ে ১২ টায় নগরীর সদর রোডের আগুরপুর রোড এলাকায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন বরিশাল সদর ৫ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত (হাতপাখা) প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নগরীর সদর রোডসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা করেন তিনি। এসময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণাকালে মুফতি সৈয়দ মোহাস্মাদ ফয়জুল করীম দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবার সকলকে হাতপাথা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

এদিকে, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী। পরে সেখান থেকে নগরীর সদর রোড ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় মনিষা চক্রবর্ত্তী মই মার্কায় ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে মোট প্রার্থী ৬ জন। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন।