শিরোনাম

জামালপুর, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ২০১৮ সালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই জনকে আজ আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
এছাড়াও আদালত তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
দণ্ডপ্রাপ্তরা হলো— জামালপুর সদর উপজেলার দেফালী বাড়ি গ্রামের আলাল উদ্দিনের ছেলে ১৮ বছর বয়সী মো. রিফাত হোসেন ও গোপালপুর দামেশ্বর গ্রামের আব্দুল মান্নান আকন্দ বেলের ছেলে ২৪ বছর বয়সী মো. সাব্বির হোসেন আকন্দ ওরফে সেতু।
মামলার প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ছাত্রীটি ২০১৮ সালের ২৬ জানুয়ারী রাতে তার বাড়ির কাছে কেন্দুয়া দেওয়ানীপাড়া এলাকার মাদ্রাসা মাঠে ইসলামিক স্কুলের ঠিকানা জানতে একটি ইসলামিক অনুষ্ঠানে যায়।
ক্ষুধার্ত বোধ করায় রাত ১১টার দিকে খাবার কিনতে রাস্তায় যায়। সেই সময় মো. সাব্বির হোসেন আকন্দ ও মো. রিফাত হোসেন তাকে জোর করে কাছের সেচের জন্য ব্যবহৃত মেশিন রুমে নিয়ে যায় ও ধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিমের মা জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
জেলা ও দায়রা জজ (শিশু আদালত-১) মুহাম্মদ আব্দুর রহিম ৯ জন সাক্ষী ও প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাদের দোষী সাব্যস্ত করেন ও শাস্তি দেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফজলুল হক মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।