বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

নাটোরের বাগাতিপাড়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ছবি : বাসস

নাটোর, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাগাতিপাড়া উপজেলার ৭৫০ জন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব এবং জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।

পরে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ ২০২৬ এর লং টার্ম অবজারভার জেনি গুষ্টাফশন এবং ভলদেমারস্ ডুডুমস্ এর নেতৃত্বে একটি দল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল হাইস্কুলে আয়োজিত প্রশিক্ষণে বাগাতিপাড়া উপজেলার ভোট কেন্দ্রসমূহের ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৭০ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহন করেন। 

জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহন ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষিত ভোট গ্রহনকারী কর্মকর্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে  ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।