বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪

এনএসইউ শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ৫টি পূর্ণকালীন স্কলারশিপ ঘোষণা

ছবি : বাসস

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয় পাঁচটি পূর্ণকালীন (ফুল ফান্ডেড) স্কলারশিপের ঘোষণা দিয়েছে।

এর আওতায় চারটি পিএইচডি এবং একটি মাস্টার্স স্কলারশিপ প্রদান করা হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক সৈয়দ মানসুর হাশিম এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনএসইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ভাইস ডিন অধ্যাপক সান পেইঝে, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন-এর ভাইস ডিন লিউ ওয়েনওয়ে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর চেন ইউ।

অনুষ্ঠানে এনএসইউ-এর উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, চিকিৎসা বীমা এবং মাসিক জীবনযাপন ভাতা পাবেন।

মাসিক ভাতার পরিমাণ পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৫০০ চীনা ইউয়ান নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ডিগ্রি প্রোগ্রামের সম্পূর্ণ মেয়াদজুড়েই শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।

বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা—বিশেষ করে পরিবেশ বিজ্ঞান খাতে সহযোগিতা এবং সামগ্রিক একাডেমিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনএসইউ কর্তৃপক্ষ তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।