বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৬

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাঙামাটিতে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

ছবি : বাসস

রাঙামাটি, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধিস্থল রাঙ্গুনিয়ার স্মৃতি সৌধে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে তিনি প্রচারণা শুরু করেছেন। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দীপেন দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধিস্থল রাঙ্গুনিয়ার স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সাযেম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি মো. ফারুক আহমেদ সাব্বির প্রমুখ।

এ সময় দীপেন দেওয়ান বলেন, আগামী নির্বাচন আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ বিএনপির সঙ্গে আছে, বিজয় আমাদের সুনিশ্চিত।