শিরোনাম

কক্সবাজার, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ বুধবার সকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ বলেন, শিকারি ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বারবার ম্লান করেছে। এখন আবারও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরির অপচেষ্টা শুরু হয়েছে, যা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান—দুটিই এ দেশের মানুষের রক্ত দিয়ে অর্জিত। এসব অর্জন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনের ভেতরে কৌশলে ঢুকে পড়েছে ফ্যাসিবাদের দোসররা। অতীতেও শিকারি সাংবাদিকতা জঙ্গিবাদী ন্যারেটিভ তৈরি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতনের পথ প্রশস্ত করেছে। এখনো একই ধরনের অপতৎপরতা নতুন করে শুরু হয়েছে, যা দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হাসিনা না ফিরলেও ফ্যাসিবাদ কি আমরা সত্যিই রুখতে পারব? আবার কি দালাল সাংবাদিকতার উত্থান ঘটছে—এই প্রশ্ন এখন সামনে চলে এসেছে।
ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিবাদ সবসময় জমিদারি কায়দায় জেঁকে বসে। সাংবাদিকরা যখন কথা বলেন না, তখনই ফ্যাসিবাদ শক্তিশালী হয়।
তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত তিনটি জাতীয় নির্বাচনে উপস্থিত সাংবাদিকদের কেউই ভোট দিতে পারেননি—এটি আমাদের গণতান্ত্রিক বাস্তবতার একটি করুণ চিত্র।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বিপ্লব, সংস্কার এবং ফ্যাসিবাদের বিদায়। কিন্তু দুঃখজনকভাবে সেই চেতনাকে দুর্বল ও বিভক্ত করে দেওয়া হচ্ছে।
সারাদেশে নির্বাচনী উৎসবের আবহ থাকলেও জুলাইয়ের শহীদ ও আহতরা আজ উপেক্ষিত—এটি লজ্জাজনক। অথচ সেই শহীদ ও আহতরাই ছিল জুলাই আন্দোলনের মূল প্রেরণা।
সংস্কার প্রসঙ্গে ফারুক ওয়াসিফ বলেন, সংস্কার একদিনে সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। পাশাপাশি ‘মব’ শব্দকে ঘিরে বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা সেই প্রচেষ্টারই অংশ। এসময় তিনি নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও প্রশিক্ষণ সমন্বয়ক পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচনকালীন রিপোর্টিং, নৈতিকতা, ফ্যাক্টচেকিং ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হবে।