বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ২০:০৪

ঢাবির সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের প্রায় ৪শ’ নারী শিক্ষার্থীর অংশগ্রহণে এডভান্স এআই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ক্যারিয়ার এম্পাওয়ারমেন্ট ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। 

কর্মশালাটি পরিচালনা করেন গুগল ডিপ মাইন্ড প্রজেক্ট-এর এআই ইঞ্জিনিয়ার আহাদ বিন ইসলাম শোয়েব। 

কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদি হাসান, জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

কর্মশালার বিষয়ে আল আমিন সরকার বলেন, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে উপভোগ্য এবং কার্যকরী করতে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কিলবেজড প্রোগ্রাম আয়োজনের ধারা অব্যাহত রাখবে এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সাধারণ সম্পাদক ও ক্যারিয়ার এম্পাওয়ারমেন্ট ফোরামের সভাপতি শিমু আক্তার।