বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

নাটোরে বায়োগ্যাস প্লান্ট নির্মাণে ঋণের চেক বিতরণ

ছবি : বাসস

নাটোর, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার নলডাঙ্গা উপজেলায় আজ মহিষডাঙ্গা গ্রামের বায়োগ্যাস পল্লীর বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নকারী আটজন উদ্যোক্তার মধ্যে ১৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় নলডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মধ্যে এসব চেক বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ এ ওয়াশি বাপী জানান, ইমপ্যাক্ট বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের লক্ষ্যে ন্যুনতম সার্ভিস চার্জে উদ্যোক্তাদের ঋণ প্রদান করা হয়েছে। গরু ক্রয় করে বায়োগ্যাস প্লান্টের পরিধি বৃদ্ধিতে এই ঋণ সহায়ক ভূমিকা পালন করবে।