শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারী, ২০২৬ (বাসস): সরকার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবুল হাসানাত হুমায়ুন কবিরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক পদে নিয়োগ করেছে।
আজ সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাসানাত হুমায়ুন কবিরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।