শিরোনাম

ভোলা, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ২৪ জন প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি সংদীয় আসনে বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণঅধিকার পরিষদ (জিওপি), ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশসহ বিভিন্ন দলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।