শিরোনাম

নওগাঁ, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আ. সালাম ওরফে শামিম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আ. সালাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা জয় মংগল এলাকার সাহেব আলীর ছেলে।
থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে শহরের ঢাকা রোড, কীর্তিপুর বাজার ও রানীনগর এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে সন্ধ্যায় কীর্তিপুর বাজারে একটি পিকআপকে সন্দেহ হলে পুলিশ তল্লাশি করে। এসময় ৮টি পোটলা থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি পিকআপের চালককে গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাসসকে বলেন, নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। মাদক কারবারি আ. সালামের সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তা জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।