বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৫:০৫

নাটোরে সংসদ সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ছবি : বাসস

নাটোর, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে ২৫ জন প্রার্থীকে আজ প্রতীক বরাদ্দ দেয়া  হয়েছে। 

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন।

এ সময় রিটার্নিং অফিসার বলেন, সকলের সর্বাত্নক সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এই লক্ষ্যে সকল প্রার্থী এবং তাদের দলের নেতা-কর্মীদের উচিৎ নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন নির্বাচনের আচরণবিধি উপস্থাপন করেন। প্রার্থী এবং তাদের প্রতিনিধিবৃন্দ প্রশ্নোত্তরের মাধ্যমে আচরণবিধির খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রার্থী ও তাদের মনোনীত প্রতিনিধিবৃন্দ। 

জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা ২৫ জন। এরমধ্যে ২০ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের এবং পাঁচজন স্বতন্ত্র। নয়টি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির তিনজন করে, গণসংহতি আন্দোলনের দুইজন, এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন করে।

লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে সর্বোচ্চ নয়জন, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে ছয়জন, সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসন এবং বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে পাঁচজন করে প্রার্থী রয়েছেন।

রিটার্নিং অফিসার দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক সম্বলিত কাগজ তুলে দেন।