বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং

ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে জাপানি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

আজ বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টোকিওতে আয়োজিত এই সভায় জাপানের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপট তুলে ধরেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। 

রাষ্ট্রদূত তার উপস্থাপনায় আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়াগুলোসহ একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশে এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

জাপানের শীর্ষস্থানীয় নয়টি গণমাধ্যম প্রতিষ্ঠানের মোট ১৪ জন সাংবাদিক এই বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভায় অংশ নেন।

ব্রিফিং শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে নির্বাচনী প্রক্রিয়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি এবং আন্তর্জাতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ এমন বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাব দেন তিনি।

সভাটি উন্মুক্ত আলোচনার সুযোগ তৈরি করে এবং জাপানি  সাংবাদিকদের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়া বাড়াতে সহায়ক হয়।

দূতাবাস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছে, আন্তর্জাতিক গণমাধ্যম ও অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে। এতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ও সময়োপযোগী তথ্য প্রচার নিশ্চিত হবে।