শিরোনাম

শেরপুর, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় পৌর ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, জেলা তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান ও তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ।
ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মুফতি খলিলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কোঅর্ডিনেটর) ডা. নাহিদ কামাল কেয়া, জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
এ সময় বক্তারা গণভোটের প্রচারণায় ইমামদের গুরুত্ব তুলে ধরে জনসাধারণের মধ্যে প্রচারণার অনুরোধ জানান। এ সম্মেলনে জেলার পাঁচ শতাধিক ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।