বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ে 

রংপুর সিটি কর্পোরেশন কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ছবি : বাসস

রংপুর, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর সিটি কর্পোরেশন কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় অঞ্চল-১ এর পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহা. আশরাফুল ইসলাম। বক্তব্যে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করেন।

প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মীরা শহরের অপরিহার্য অংশ। নগর ব্যবস্থাপনায় আপনাদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করাও একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। 

পরিচ্ছন্নতা কর্মীরা যেন কোনোভাবেই এই অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

মতবিনিময় সভায় পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশাসক মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সভায় রংপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।