শিরোনাম

সাতক্ষীরা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাতক্ষীরার চারটি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিন প্রার্থী। তবে মনোনয়ন প্রত্যাহার করেননি সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম।
সাতক্ষীরা-২ আসন থেকে এলডিপির প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এমন গোলাম রেজা মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে বর্তমানে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এর ফলে এই আসনে মোট ৫ জন প্রার্থী বহাল থাকলেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের ইসলামীর মো. ইজ্জত উল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম।
সাতক্ষীরা-২ আসনে এলডিপি প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাহ উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে এই আসনে প্রার্থী বহাল থাকলেন মোট ৫ জন। তারা হলেন, বিএনপির প্রার্থী আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর ফলে এ আসনে তিনি ছাড়াও মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন।
এছাড়া, সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচএম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।