বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৭

বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী এলাকায় বিএনপির মতবিনিময় সভা

রাজাপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন বগুড়া সদরের রাজাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

বগুড়া, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন বগুড়া সদরের রাজাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজাপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম।

রাজাপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মতবিনিময় ও দোয়া মাহফিল পূর্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

সভায় আরো বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির নির্বাহী সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজেদুর রহমান রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, আব্দুল গফুর দারা, মাহবুব হাসান লেমন। 

মতবিনিময় সভায় রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।