বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০

চাকসুর উদ্যোগে ফ্রি লিগ্যাল এইড সেল চালু : বিনামূল্যে আইনি সেবা পাবেন শিক্ষার্থীরা

ছবি : বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হয়েছে 'চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল'। এই সেলের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যক্তিগত ও প্রাসঙ্গিক আইনি সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কার্যালয়ে সেলটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ও বক্তা ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ চাকসুর অন্যান্য প্রতিনিধি এবং ফ্রি লিগ্যাল এইড সেলের সঙ্গে যুক্ত আইনজীবীগণ।

চাকসু ফ্রি লিগ্যাল এইড সেলে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের মোট ২০ জন স্বনামধন্য আইনজীবী এই সেলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি সুরক্ষা, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।