বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ২০:৪৩
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২০:৪৭

অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না : আসিফ নজরুল

যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।

আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে স্কটল্যান্ড কি বাংলাদেশের জায়গায় খেলবে-এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতে পাকিস্তান খেলতে না যাওয়ার কারণে অতীতে বেশ কয়েকবার ভেন্যু পরিবর্তন হয়েছে। আমাদেরকে অযৌক্তিক কোনো চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।