বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

ফেনী, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরশুরাম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র আবু তালেব। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক।

পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন এবং পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপি আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, উপজেলার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আজম চৌধুরী সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইসমাইল হোসেন মৃদুল।

এছাড়া উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপি পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় আবু তালেব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ গঠন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ‘গাছ লাগান, দেশ বাঁচান, খাল খননের’ উদ্বোধনকারী এবং নিজ হাতে খননকারী। 

তিনি ভোটের অধিকার রক্ষায়, দেশ গঠনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় দেশকে উন্নয়নশীল করেছেন। আপোষ করেননি আগ্রাসী ক’টনীতির সঙ্গে। দেশের দুর্দিনে আবার হাল ধরবেন জিয়া পরিবার। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠান শেষে মাওলানা এমাম হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।