শিরোনাম

চাঁদপুর, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে চাঁদপুর সফর করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পর্যবেক্ষক দলের সদস্যরা। এ সময় তারা নির্বাচনের পরিবেশ, মাঠপর্যায়ের প্রস্তুতি, সাংবাদিকদের ভূমিকা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক প্রতিনিধি দলে ছিলেন মায়া হুরলিমান ও লার্স প্লাগম্যান।
মতবিনিময়কালে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ সদস্যের একটি পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এর মধ্যে তিন সদস্যের একটি টিম চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে।
এর অংশ হিসেবে তারা চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা নির্বাচন অফিস এবং চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি নির্বাচন পরবর্তী আরও সাত দিন বাংলাদেশে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে স্বাগত জানান।