বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৭:১৮

জয়পুরহাটে সনাতন ধর্মালম্বীদের আলোচনা সভা অনুষ্ঠিত

জেলায় সোমবার রাতে সনাতন ধর্মালম্বীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ২০জানুয়ারি, ২০২৬ (বাসস):জেলায় সনাতন ধর্মালম্বীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  সোমবার রাতে শহরের চিত্রাপাড়ার হিন্দু পাড়ায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, শহর বিএনপি'র সভাপতি আমিনুল হক বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা বিএনপির সাবেক সদস্য ফজলে বিন রয়েল, জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের জেলা কমিটির যুগ্ন আহ্বাায়ক নিতীশ কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী হীরালাল সাহাসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা প্রদানে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মালম্বীদের জান-মালের নিরাপত্তা প্রদান করবে এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনে সর্বাত্মক সহায়তা করবে।