শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)- এর নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে জকসু-এর নবনির্বাচিত কমিটির কার্যকর যোগাযোগ ও সংযোগ স্থাপনের লক্ষ্যেএই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু’র সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিম। সভার শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানান।
এ সময় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে এবং শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জকসু নেতৃবৃন্দের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নবনির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে কাজ করবেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জকসু নির্বাচন ২০২৫- এর সকল বিজয়ী, অংশগ্রহণকারী এবং নির্বাচন বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে যৌক্তিক ও বাস্তবমুখী বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় আহ্বান জানান।
সভায় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অগ্রাধিকারভিত্তিতে দৃশ্যমান ও বাস্তবায়নযোগ্য বিষয় নির্ধারণ করে দ্রুত প্রস্তাবনার আলোকে কাজ শুরু করতে হবে।
সভায় বক্তব্য প্রদান করেন জকসু’র সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জকসু’র সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাসহ জকসু’র নির্বাহী কমিটির সকল সম্পাদক ও সদস্যবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষার্থী-সংশ্লিষ্ট কমিটির সদস্য হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, ডরমিটরি প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েকসহ অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।